বাংলাদেশ থেকে চলতি বছর ২০২৪ উমরাহ প্যাকেজ / ভিসার মূল্যতালিকা।
অনেকেই জানতে চান বাংলাদেশ থেকে ২০২৪ এর শুরুর দিকে একা কিংবা ফ্যামিলির সাথে ওমরাহ পালনে প্যাকেজ অফারগুলোর খরচ কত হতে পারে।
সত্যিকারার্থে বাংলাদেশ থেকে পবিত্র মক্কা মদিনায় উমরাহ পালনে যত খরচ আছে তা নির্ভর করে, আপনি কোন বিমানে যাবেন, কতদিন কোথায় থাকবেন, হোটেলের সুযোগ-সুবিধা, ট্রান্সপোর্টেশন, খাবার ইত্যাদি সহ আরো অনেকগুলো বিষয়ের উপর। তবুও আমাদের নিজস্ব এনালাইসিসের উপর ভিত্তি করে কিছু কমন প্যাকেজ নির্ধারন করা হয়েছে।