প্রস্তুতি থেকে সমাপ্তি পর্যন্ত উমরাহ চলাকালীন সমস্ত করনীয় বর্জনীয় নিয়ে চূড়ান্ত গাইডলাইন।
একথা স্বীকার করতে নিশ্চয়ই কোন দ্বিধা নেই যে, উমরাহ মুসলিম জীবনের অন্য দশটা বিশেষায়িত ট্যুর প্যাকেজ নয়। উমরাহ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ন ও ফজিলতপূর্ন ইবাদত।
একটি পরিপূর্ন উমরাহ পালনের মাধ্যমে মুসলিম হৃদয়ে আসে এক অনাবিল ও পবিত্র আল্লাহ-প্রেমের অনাবিল ছোয়া, ঘুরে যায় জীবনের সব চিন্তা, আর পেতে থাকে আখিরাতের ছোট ছোট ঘ্রাণ।
কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক উমরা যাত্রী সঠিক নিয়ত, উমরার পরিকল্পনা, ইসলামের বিধিবিধান, ইলমী ও রুহানী প্রস্তুতির অভাবে নানাবিধ সুফল থেকে বঞ্চিত হতে পারেন।
আমরা আলোচ্য বিষয়গুলোকে হলি ট্যুরিজমের পক্ষ থেকে সংক্ষিপ্ত ও দলীল ভিত্তিক তুলে ধরায় সচেষ্ট হবো ইনশাআল্লাহ।
উমরার ফজিলত
ইসলামী শারীয়ার আলোকে পবিত্র উমরাহ পালন অত্যন্ত ফজিলতপূর্ন আমল। প্রসিদ্ধ সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন; তোমরা হজ ও ওমরাকে পাশাপাশি আদায় করো। কেননা, হজ ও ওমরাহ তোমাদের দারিদ্র্য বিমোচন ও গোনাহ দূর করে দেয় ঠিক এমনভাবে, যেভাবে হাঁপরের আগুন লোহা, সোনা ও রুপা থেকে ময়লা দূর করে দেয়। (নাসাঈ শরীফের হাদীস নং ৩৬১০)
এছাড়াও অন্য আরেক হাদীসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ এক ওমরাহ থেকে আরেক ওমরাহ পর্যন্ত মাঝখানের (সগীরাহ) গোনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ।’ (বুখারি শরীফের হাদীস নং ১৬৮৩, মুসলিম শরীফের হাদীস নং ৩৩৫৫)
উমরার পূর্বপ্রস্তুতি
উমরা আদায়ের ধারাবাহিক কাজগুলো
যেভাবে সাঈ করবেন
কখন ইহরাম ত্যাগ করবেন
উমরা আদায়ে ত্রুটি ও তার প্রতিকার
Looking for the Package detail?
Feel free to send us a message. You will get package details from us within a very short time! In Sha Allah.
জরুরী মাসআলা - মাসায়েল
ইসলামী শরী‘আতের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বছরের যে কোনো সময় মসজিদুল হারামে গমন করে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড সম্পাদন করাকে উমরাহ বলা হয়।
তালবিয়া পাঠ
ইহরামের মূল বিষয় হচ্ছে হজ্ব বা উমরার নিয়তে তালবিয়া পাঠ। পবিত্র খানায়ে কাবা চত্বরে এসে এই তালবিয়া পাঠের মাধ্যমেই মূলত ইহরাম সম্পন্ন হয়ে যায়।
হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথায় সিঁথি করা অবস্থায় ইহরামের তালবিয়া পাঠ করতে দেখেছি। তিনি বলেছেন,
لَبَّيْكَ اللهُمَّ، لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ .
এই বাক্যগুলোর অতিরিক্ত কিছু বলেননি। -সহীহ মুসলিম ১/৩৭৬
বিশেষজ্ঞ বাংলাদেশী মুয়াল্লিমের নিখুঁত বিস্তারিত ওমরাহ গাইডলাইন
যেহেতু পবিত্র হজ ও ওমরাহ ট্র্যাভেল এজেন্সি একটি শীর্ষস্থানীয় এবং বিশ্বস্ত হজ এজেন্সি, তাই পবিত্র ভ্রমণ সংস্থা হজ ও ওমরাহকে নির্দেশ দেওয়ার জন্য তীর্থযাত্রীদের জন্য বিশেষজ্ঞ ও নিবন্ধিত গাইড নিয়ে আসে। আমাদের বাংলাদেশী গাইড বাংলাদেশের নাগরিকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। তারা তীর্থযাত্রীদের সাথে খুব ভাল আচরণ করে। আমাদের সমস্ত গাইড হজ ও ওমরাহর গাইড হিসাবে অভিজ্ঞ।
বিশেষজ্ঞ গাইডের তত্বাবধান
আমাদের গাইডের আচরণ অত্যন্ত নম্র। তারা সকলেই হজ ও ওমরাহ ও মক্কা ও মদিনার অবস্থান সম্পর্কে জানত ফলস্বরূপ আমাদের হজযাত্রীরা পবিত্র হজ ও ওমরাহ করার সময় কোনও সমস্যায় পড়েনি। আমাদের সকল তীর্থযাত্রীরা আমাদের বাংলাদেশী গাইডের সাথে নির্ভুল ও স্বাচ্ছন্দ্যের সাথে হজ্জ ও ওমরাহ পালন করেন। এই ধরণের গাইড থাকাতে আমরা গর্ববোধ করি।
বাংলা ভাষাভাষি স্পেশাল দায়ী
আপনার হজ করার পদক্ষেপগুলি সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, কারণ আমাদের কাছে দক্ষ "মুআল্লিমস" রয়েছে যারা আপনাকে পুরো পদ্ধতিটির মাধ্যমে গাইড করবেন এবং আপনাকে পড়াশোনার জন্য উপাদান সরবরাহ করবেন, যাতে আপনি কোনও কিছুই বাদ না দেন। আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে আপনি প্রশিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন।
আপনার ইচ্ছা এবং কাস্টমাইজড ওমরাহ প্যাকেজ অনুযায়ী পবিত্র হজ ও ওমরাহ সম্পাদন করুন। সম্ভবত সর্বনিম্ন হারে সেরাটি পান এবং আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে হজ করুন।