বাংলাদেশ থেকে হজের প্রাক নিবন্ধন ২০২৫ /২০২৬ কোথায় ও কিভাবে করবেন
সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য আগামি ২০২৫ ও ২০২৬ সালের মূল হজ্জের প্রাক-নিবন্ধন চলমান রয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের ঘোষিত নিবন্ধিত হজ এজেন্সির মাধ্যমে ব্যাংক এ টাকা জমা দিয়ে আপনি ও আপনার স্বজনদের প্রাক নিবন্ধনের গ্রহণ করুন।
নিবন্ধন করতে যা লাগবে:
- জাতীয় পরিচয় পত্র (জাতীয় পরিচয় পত্র যদি না থাকে জন্মনিবন্ধন।)
- মোবাইল নাম্বার
- প্রবাসীদের প্রবাস সংক্রান্ত কাগজ পত্র।
- সরকার নির্ধারিত ফি ও জামানতের টাকা।
কোথায় করবেন - কিভাবে করবেন?
- ধর্ম মন্ত্রণালয়ের ঘোষিত নিবন্ধিত হজ এজেন্সির সাথে যোগাযোগ করুন।
- প্রাপ্ত ট্র্যাকিং নাম্বারযুক্ত কাগজসহ ফি ও জামানতের টাকা নির্ধারিত ব্যাংক এ জমা দিন ।
- ব্যাংক থেকে প্রাক নিবন্ধনের সনদ এবং আপনার মোবাইল নম্বর এ এস এম এস পেলে নিশ্চিত হবেন যে আপনার প্রাক নিবন্ধন সম্পন্ন হয়েছে।
সঠিক ভাবে প্রাক নিবন্ধন করতে আমাদের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, হজ্জের প্রাক-নিবন্ধন সর্বোচ্চ দুইবছর একটিভ থাকবে।
Looking for the Package detail?
Feel free to send us a message. You will get package details from us within a very short time! In Sha Allah.