হজ্জের খরচ ২০২৫ - ২০২৬ - হজ্জ করতে কত টাকা লাগবে?
প্রতি বছরের মতোই হজে যেতে সর্বোচ্চ খরচ কত হবে তা সরকার নির্ধারণ করে দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় ! বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ এর পাশাপাশি অতিরিক্ত আরো যে খরচগুলো যোগ হতে পারে তা হলো, খাওয়া-বাড়ি ভাড়া, যাতায়াত। ইত্যাদি সহ আরো কিছু আনুসঙ্গিক খরচ যোগ করে সংশ্লিষ্টরা বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করতে পারবেন।
সর্বশেষ (২০২৪ সালের) হিসেব মতে বিভীন্ন সুযোগ সুবিধা (হোটেল, খাবার, কুরবানি, ট্রান্সপোর্টেশন, ম্যাডিকেল ফ্যাসিলিটি ইত্যাদিসহ) এই খরচ কমবেশি ৫,৯০,০০০ টাকা থেকে ৭,৫০,০০০০ টাকা
কেনো বাড়লো হজের খরচ?
হজ্জের খরচ বাড়ার মুল কারনগুলোর অন্যতম হলো:
- বাংলাদেশ ও সৌদি সরকারের ট্যাক্স,
- বাংলাদেশ থেকে সৌদি যাওয়া আসা বিমান ভাড়া,
- বাড়ি ভাড়া,
- সার্ভিস চার্জ,
- কোরবানির পশুর দামসহ অন্যান্য খরচ বাড়িয়ে দেয়া।
সেইসঙ্গে হজযাত্রীদের অন্যান্য খরচও বেড়েছে কিছুটা। যদিও বিমান ভাড়া ১০ হাজার টাকা কমিয়েও সরকার এটা আগের মুল্যে ঠিক রাখতে পারেনি।
প্রি-রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১. প্রাপ্ত বয়স্ক হজ্জ যাত্রী
- > এনআইডি / স্মার্ট কার্ড / পাসপোর্ট কপি
- > এক্টিভ মোবাইল নাম্বার
২. বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক (NRB) হলে
- > পাসপোর্ট (যে দেশের পাসপোর্টধারী/বাংলাদেশী) কপি
- > অনলাইন জন্মনিবন্ধনের সার্টিফিকেট কপি
- > পাসপোর্ট সাইজ কালার ছবি
- > এক্টিভ ও ভেলিড মোবাইল নাম্বার
- > এক্টিভ ইমেইল আইডি
৩. বাচ্চা / শিশুদের জন্য (লিগাল গার্ডিয়ানের সাথে)
- > এনআইডি কপি
- > অনলাইন জন্মনিবন্ধন কপি
- > পাসপোর্ট সাইজ কালার ছবি
- > এক্টিভ ও ভেলিড মোবাইল নাম্বার
মনে রাখবেন: হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের ভেলিডিটি মেয়াদ থাকে সর্বোচ্চ দুই বছর