মুসলিমদের অন্যতম প্রাণকেন্দ্র মক্কা। প্রতি মাসে ওমরা পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে লাখো মুসলিম আসেন।
ইবাদতের পাশাপাশি প্রয়োজনীয় জিনিসও তাঁরা ক্রয় করেন। মক্কা শরীফের ঐতিহ্যবাহী মার্কেটগুলো হজ ও ওমরাহ
পালনকারীদের জন্য ইসলামিক পোশাক, সুগন্ধি, জায়নামাজ, তসবিহসহ নানা পণ্যের সমৃদ্ধ সংগ্রহশালা।
এখানকার মার্কেটগুলো শুধু কেনাকাটার স্থানই নয়; এগুলো ইতিহাস ও সংস্কৃতির মিলনস্থলও বটে। লাখো মানুষের পদচারণায় মুখরিত
এসব বাজার মক্কার ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ, যা প্রতিটি ভ্রমণকারীর স্মৃতিতে অমূল্য মুহূর্ত হয়ে থাকে।
নিচে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
মক্কা শরীফের ঐতিহ্যবাহী মার্কেটগুলো থেকে আপনি আতর, জায়নামাজ, মিসওয়াক, খেজুর ও তসবিসহ প্রয়োজনীয় সব
পণ্য ক্রয় করতে পারবেন।
আবরাজ আল বাইত মল
মক্কা মুকাররমার কিং আব্দুল আজিজ গেটের অদূরে আবরাজ আল বাইত মল অবস্থিত। এখানে ৪ হাজার দোকান এবং ১ হাজার গাড়ি
পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। জামা-কাপড়, গহনা, আতর ও মিসওয়াকসহ প্রয়োজনীয় সবকিছু এখান থেকে ক্রয় করা যায়।
এই শপিংমলের চতুর্থ ও পঞ্চম তলায় রয়েছে ফুড কোর্ট। একসাথে ৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ ফুড কোর্টগুলোতে খেতে পারে।
আল আজিজিয়াহ
মসজিদুল হারাম থেকে পূর্বদিকে ১০ মিনিট পায়ে হেঁটে গেলেই দেখা মিলবে আল
আজিয়িাহর। কেনাকাটার জন্য এটি একটি জনপ্রিয় জায়গা। এখানে টেক্সটাইল আইটেম, ব্যাগ, জুতা, প্রসাধনী এবং গৃহস্থালির
সরঞ্জাম পাওয়া যায়। আপনি যদি সোনার গহনা ক্রয় করতে চান, তাহলে এটি আপনার জন্য উপযুক্ত স্থান।
আল মাজাজ মার্কেট
আল আজিজিয়াহ সেন্ট্রাল মার্কেটের ঠিক পাশেই আল মাজাজ মার্কেট অবস্থিত। এ মার্কেটে বিস্তৃত পরিসরে টেক্সটাইল আইটেম ও
গয়নার দোকান রয়েছে। মার্কেটের নিচতলায় বাচ্চাদের জন্য খেলার চমৎকার ব্যবস্থাও রয়েছে।
আল সালাম শপিং সেন্টার
আল মাজাজ মার্কেটের পাশেই হল আল সালাম শপিং সেন্টার। এছাড়াও এটির পাশে রয়েছে ইন্টারন্যাশনাল ফ্যামিলি কমপ্লেক্স ও
আরিয়াম ইন্টারন্যাশনাল মলসহ বেশ কিছু শপিং মল।
মক্কা মল
আজিজিয়াহর দক্ষিণদিকে কিছুক্ষণ হাঁটলে কিং আব্দুল্লাহ রোডে মক্কা মল দেখতে পাবেন আপনি। এখানে ১৪০টিরও বেশি দোকানে
প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। শিশুদের জন্য এ মলে রয়েছে বিনোদনের বিশেষ ব্যবস্থা। মলের ভেতরেই ফুড কোর্ট আছে, যেখানে
দেশবিদেশের বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়।
আল হিজাজ মল
মক্কা-জেদ্দা মহাসড়কের পাশে অবস্থিত আল হিজাজ মল। মক্কার প্রাচীনতম শপিং সেন্টারগুলোর মধ্যে এটি একটি। জেদ্দা থেকে
মক্কা বা মক্কা থেকে জেদ্দা যাওয়ার পথে এখানে আপনি যাত্রা বিরতি নিতে পারেন। একইসাথে, আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে
পারেন।
আল দিয়াফা মল
মক্কার আধুনিক শপিংসেন্টারগুলোর একটি হল আল দিয়াফা মল। এটি আল জাহেরের আল হাজুন স্ট্রিটে অবস্থিত। ব্রান্ডের যে কোনো
জিনিস কিনতে চাইলে আল দিয়াফায় চলে যেতে পারেন।
আল ওতাইবি বাজার
যদি আপনি কম দামে মানসম্মত জিনিস কিনতে চান, তাহলে আল ওতাইবি আপনার জন্য উপযুক্ত বাজার। মক্কার প্রাচীনতম জনপ্রিয় এই
বাজার মসজিদুল হারাম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রায় ২ হাজার দোকান রয়েছে। আল ওতাইবিতে নারী-পুরুষ ও
শিশুদের প্রয়োজনীয় সকল আইটেম পাওয়া যায়।
জাফরিয়া
মক্কার সবচেয়ে জনপ্রিয় বাজারগুলোর একটি হল জাফরিয়া। এখানে কম দামে মানসম্মত পণ্য পাওয়া যায়। হাজিগণের আগমনে প্রতিদিনই
মুখরিত থাকে জাফরিয়া। বিশেষ করে, হজের এখানে প্রচুর কেনা-বেচা হয়।
সওক আল-কাওজ
মক্কা মুকাররামার দক্ষিণে
আল-কুনফুযা গভর্নরেটের আল-কাওজ সেন্টারে অবস্থিত। এটি মক্কার ঐতিহ্যবাহী ও বৃহত্তম মার্কেটগুলোর একটি। এখানে জামা
কাপড়, আতর,ঘি, মধু, এবং খেজুর ইত্যাদি খাবার পাওয়া যায়।
আপনি কি মক্কায় সফরে যাওয়ার পরিকল্পনা করছেন?
হলি হজ ও ওমরাহ বাংলাদেশের স্বনামধন্য একটি ওমরাহ ট্রাভেল অ্যাজেন্সি। আমরা
ওমরাহ ট্রেইনিং, ভিসা প্রসেসিং ও
বিমানের টিকেট ব্যবস্থা করাসহ ওমরাহ যাত্রীদের প্রয়োজনীয় সকল পরিষেবা প্রদান করে
থাকি। আপনি কি একইসাথে ওমরাহ পালন ও মক্কার জনপ্রিয় মার্কেটগুলো ঘুরে দেখতে চাইছেন? তাহলে এখনই আমাদের কল করুন এই
নাম্বারে 01844-509199।