For you desired umrah packages & prices please feel free to send us a mail. You will get details of our umrah packages from us within very short time In Sha Allah. For any urgency please call us:
Call Us: 01844-509199Get a Quotation!মসজিদে নববীর দরজাসমূহ, মদিনা, সৌদি আরব
মক্কা থেকে মদিনায় হিজরতের পর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যে মসজিদ নির্মাণ করেছেন (৬২২-৬২৩ খ্রিস্টাব্দ) সেটা হলো মসজিদে নববী। মসজিদ ও নববি দুটাই আরবি শব্দ। এ দু’শব্দের সম্মিলিত বাংলা অর্থ হলো, নবীর মসজিদ। কালের পরিক্রমায় এটার অনেক সংস্কার কাজ হয়েছে। বর্তমানে আধুনিক যে নকশা দৃশ্যমান তাতে দেখা যায় মসজিদে নববীতে কমবেশি ৪২টি দরজা রয়েছে। মসজিদে নববীর দরজাসমূহ সম্পর্কে মানুষকে অবগত করতে সাজানো হয়েছে এ লেখা।
মসজিদে নববী নির্মাণের জন্য নাজ্জার গোত্রের দুই যুবক থেকে জমি ক্রয় করেছিলেন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। প্রায় সাত মাস সময় ব্যয় করে মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি। সে সময় মসজিদে প্রবেশের দরজা ছিলো ৩টা। সর্বশেষ মসজিদ-এ নববী সংষ্কার ও আধুনকায়নে কাজ করেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সউদ। বর্তমানে এটা রক্ষণাবেক্ষণের সকল দায়িত্ব সৌদি রাজ পরিবারের।
মসজিদে নববীর ৪২টি দরজা
মসজিদে নববীর ৪২টি দরজা রয়েছে। প্রতি দরজার রয়েছে ভিন্ন ভিন্ন নাম। একেক দরজা দিয়ে একেক কোণ থেকে মসজিদে নববীতে প্রবেশ করা যায়। নিচে মসজিদে নববীর দরজাসমূহ নিয়ে আলোচনা করা হলো-
বাব আস-সালাম (দরজা নং ১)
সালাম আরবি শব্দ। এর অর্থ হলো শান্তি। বাব আস-সালামের অর্থ হলো শান্তির দরজা। মসজিদে নববীর বড় দরজাগুলোর অন্যতম এটি। এই দরজাটি মসজিদের অটোমান নামাজ হলের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। ইসলামের ২য় খলিফা ওমর বিন খাত্তাব (রাঃ) তাঁর শাসনামলে আনুমানিক ৬৪০ খ্রিস্টাব্দে (১৮ হিজরি) এটা নির্মাণ করেন।
বাব আবু বকর (দরজা নং ২)
আবু বকর (রা.) ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি। তাঁর নামেই এই দরজার নাম ‘বাব আবু বকর’ রাখা হয়েছে। এটি বাব আস-সালামের পাশে এবং মসজিদ কমপ্লেক্সের উত্তর দিকে অবস্থিত। নির্মাণের সময় এটা 'খুখা আবু বকর' নামে পরিচিত ছিল। সৌদি সরকার কর্তৃক প্রথম সম্প্রসারণের সময়, ‘খুখা আবু বকর' থেকে পরিবর্তন করে 'বাব আবু বকর (باب ابو بكر)' নামে এই দরজার নামকরণ করা হয়।
আর-রাহমাহ একটি আরবি শব্দ। এর অর্থ দয়া। এই শব্দ দিয়েই মসজিদে নববীর তৃতীয় দরজার নামকরণ করা হয়েছে। নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর জীবদ্দশায় এখানেই মসজিদের পশ্চিম দেয়াল স্থাপন করেছিলেন এবং দেয়ালটি আতকিয়া বিনতে আবদুল্লাহ বিন ইয়াজিদের সামনে অবস্থিত ছিল। তাই একে ‘বাব আতিকা’ও বলা হয়।
আল-হিজরা আরবি শব্দ। অর্থ হলো অভিবাসন। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তাঁর হিজরতের ঘটনা উম্মতকে স্মরণ করিয়ে দিতেই এ দরজার নামকরণ করা হয়েছে ‘আল-হিজরা’ শব্দ দিয়ে। এটি মসজিদে নববী কমপ্লেক্সের দক্ষিণ প্রান্তে এবং বাব আর-রহমাহ এর বাম দিকে অবস্থিত।
মসজিদে নববীর ছাদে যেতে হলে এই দরজায় আসতে হবে। এখান থেকে এসকেলেটরের সাহায্যে যে কেউ মসজিদের ছাদে যেতে পারবেন।
ইমাম বুখারী ছিলেন একজন ইসলামিক স্কলার ও হাদীস বিশারদ। বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারির সংকলক তিনি। মসজিদ আল-নববীর ১০তম দরজার নামকরণ করা হয়েছে এই হাদীস বিশারদের নামে। এটি মসজিদের পশ্চিম প্রান্তে এবং বাব মালিক আল-সৌদ এবং বাব মালিক আব্দুল মজিদের মধ্যে অবস্থিত। এই দরজা দিয়ে প্রবেশ করে মসজিদের লাইব্রেরিতে যাওয়া যায়।
For you desired umrah packages & prices please feel free to send us a mail. You will get details of our umrah packages from us within very short time In Sha Allah. For any urgency please call us:
Call Us: 01844-509199Get a Quotation!এই দরজাটি মসজিদের উত্তর-পশ্চিম পাশে অবস্থিত। সুলতান আব্দুল মজিদ ছিলেন একজন অটোমান সম্রাট। এই সম্রাটের নামে দরজাটির নামকরণ করা হয়েছে। দরজাটিতে পাঁচটি ছোট পোর্টাল (প্রবেশদ্বার), ২টি বড় পোর্টাল এবং দক্ষিণ দিকে একটি একক মিনার রয়েছে, যা মসজিদ আন-নবাবির ‘বাব উমর ইবন আল-খাত্তাবে’র সাথে মিলিত হয়েছে।
বাব উমর ইবনুল খাত্তাব (দরজা নং ১৬, ১৭, ১৮)
উমর ইবনুল খাত্তাব ( عمر بن الخطاب) হলেন নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অন্যতম ঘনিষ্ঠ সাহাবী। এই সাহাবির নামানুসারে মসজিদে নববীর দরজাসমূহের মধ্যে উল্লেখযোগ্যে এই দরজাটির নামকরণ করা হয়েছে। ‘বাব উমর’ মসজিদ নববীর মূল কমপ্লেক্সের উত্তর-পশ্চিম কোণে উত্তর দেয়ালে অবস্থিত। আগ্রহী যে কেউএই দরজা দিয়ে প্রবেশ করে মসজিদের গ্রন্থাগার পরিদর্শন করতে পারেন।
ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধের নাম হলো ‘বদর’। যে যুদ্ধে মুসলমানরা কুরাইশদের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন। এই যুদ্ধের নামানুসারে মসজিদে নববী কমপ্লেক্সের ১৯ নম্বর দরজার নামকরণ করা হয়েছে। এটি মসজিদের উত্তর দেয়াল এবং বাব মালিক ফাহাদ ও বাব উমর বিন খাত্তাবের মধ্যে অবস্থিত। এখানে একটি একক পোর্টাল (প্রবেশদ্বার) রয়েছে যার মাধ্যমে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।
For you desired umrah packages & prices please feel free to send us a mail. You will get details of our umrah packages from us within very short time In Sha Allah. For any urgency please call us:
Call Us: 01844-509199Get a Quotation!উসমান ইবনে আফফান (عثمان ابنِ عفان) (রা.) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর একজন সম্মানিত সাহাবী এবং ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। উসমান (রা.) এর নামানুসারে এই দরজার নামকরণ করা হয়েছে। এটি মসজিদ কমপ্লেক্সের পূর্ব কোণে অবস্থিত। এই দরজাটি দিয়ে নারীরা তাঁদের জন্য মসজিদের সংরক্ষিত স্থানে সরাসরি প্রবেশ করতে পারেন।
বাব আলী ইবনে আবি তালিব (দরজা নং ২৮, ২৯, ৩০)
আলী ইবনে আবি তালিব হলেন নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর একজন সাহাবি। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা এবং ইসলামের চতুর্থ খলিফা। এই খলিফার নামেই মসজিদে নববীর দরজাসমূহের অন্যতম এ দরজাটির নামকরণ করা হয়েছে। এটি মসজিদের পূর্ব প্রান্তে অবস্থিত এবং মসজিদে নববীর অন্যতম বড় দরজা।
গিফার একটি আরব পৌত্তলিক গোত্রের নাম। এই গোত্রের অধিবাসীরা মদিনার কাছেই বাস করত। আবু যর গিফারী ছিলেন এই গোত্রের বাসিন্দা। তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একজন সাহাবী। তার নামেই এ দরজার নামকরণ করা হয়েছে। দরজাটি পূর্ব দিকে বাব-ই আব্দুল আজিজ এবং বাব-ই আলীর মধ্যে অবস্থিত। এটি মসজিদে নববীর একটি ছোট দরজা।
ইমাম মুসলিম ছিলেন একজন হাদীস বিশারদ ও ইসলামিক স্কলার। তার নামেই এই দরজার নামকরণ করা হয়েছে। এটি মসজিদের পূর্ব প্রাচীর বরাবর এবং আবু যর গিফারী দরজার কাছে অবস্থিত। এটিও মসজিদের ছোট গেটগুলোর একটি।
আবদুল আজিজ ছিলেন সৌদি আরবের সাবেক বাদশাহ। এই বাদশাহর নামেই দরজার নামকরণ করা হয়েছে। এটি মসজিদে নববীর বৃহত্তম দরজাগুলোর একটি। এ দরজায় পাঁচটি ছোট এবং দুটি বড় পোর্টাল রয়েছে। বাব আবদুল আজিজের দক্ষিণ দিকে রয়েছে একটি মিনার । এটি বাদশাহ ফাহাদ সম্প্রসারণের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত।
৩৬ নম্বর দরজায় এসকেলেটর রয়েছে। মসজিদে নববীর ছাদ দেখার আগ্রহ যাদের রয়েছে তাঁরা এসকেলেটরের সাহায্যে ছাদে চলে পারবেন। ঘুরে দেখতে পারবেন পুরো ছাদ।
For you desired umrah packages & prices please feel free to send us a mail. You will get details of our umrah packages from us within very short time In Sha Allah. For any urgency please call us:
Call Us: 01844-509199Get a Quotation!বাব বিলাল (باب بلال), যার অর্থ বিলালের দরজা। ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল ইবনে রাবাহ আল-হাবাশির সম্মানে দরজাটির নামকরণ করা হয়েছে। এটি বাদশাহ ফাহাদ কর্তৃক মসজিদের নতুন সম্প্রসারণের দক্ষিণ দিকে অবস্থিত। বর্তমানে, এই দরজাটি দিয়ে মসজিদে প্রবেশের জন্য চারটি প্রবেশদ্বার রয়েছে। দ্বিতীয় সৌদি সম্প্রসারণের সময় যখন এটি প্রথম নির্মিত হয়েছিল, তখন এটি একটি ছোট দরজা ছিল। সে সময় এখানে মাত্র দুটি প্রবেশদ্বার ছিলো।
নিসা একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ নারী। বাব উন নিসা (باب النساء), যার অর্থ মহিলাদের দরজা। এটি উমর ইবনে খাত্তাব (রা.) এর সময় নির্মাণ করা হয়েছিলো। তখন এই দরজা দিয়ে নারী-পুরুষ উভয়েই প্রবেশ করতো। কিন্তু উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের সময় এটি সংরক্ষিত ছিল এবং শুধুমাত্র মহিলাদের জন্য ব্যবহার করা হতো। এটি মসজিদ আল-নাবাবীর পূর্ব প্রাচীর বরাবর অবস্থিত এবং তিনটি দরজার মধ্যে একটি, যা নবী মুহাম্মদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সমাধির সবচেয়ে কাছে।
জিবরীল (আ.) একজন ফেরেশতার নাম। তার নামেই এই ফটকের নামকরণ করা হয়েছে। উল্লেখ আছে যে, জিবরীল (আ.) এই দরজা দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করতেন। এই দরজাটি ‘বাব উন-নবী’ নামেও পরিচিত। এটি বাব আল-বাকী এবং বাব আন-নিসার মধ্যে এবং নবীর মসজিদের অটোমান প্রার্থনা হলের পশ্চিম প্রাচীর বরাবর অবস্থিত।
বাব আল-বাকী (দরজা নং ৪১)
বাকী হল মদিনার একটি কবরস্থানের নাম যা মসজিদে নববীর কাছে অবস্থিত। এই কবরস্থানের নামেই দরজাটির নামকরণ করা হয়েছে। এটি নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সমাধি কক্ষের কাছে অবস্থিত। দরজার উপরে একটি মিনার আছে। দুটি আরবি শিলালিপি রয়েছে, একটি লিন্টেলে এবং অন্যটি উপরের আর্কিট্রেভে। দরজার সম্মুখভাগ দুটি স্তম্ভ দ্বারা ঘেরা।
For you desired umrah packages & prices please feel free to send us a mail. You will get details of our umrah packages from us within very short time In Sha Allah. For any urgency please call us:
Call Us: 01844-509199Get a Quotation!আব্দুল মজিদ একজন উসমানীয় সুলতানের নাম, যার নামানুসারে মসজিদে নববীর দরজাসমূহের অন্যতম এ দরজাটির নামকরণ করা হয়েছে। এটি ছিলো মসজিদে নববীর উত্তর দিকের কেন্দ্রীয় ফটক। দ্বিতীয় সৌদি সম্প্রসারণের সময় এটি মসজিদ কমপ্লেক্সের সাথে যুক্ত করা হয়েছে।
আপনি কি এই দরজাগুলো পরিদর্শন করতে আগ্রহী?
হলি হজ অ্যান্ড উমরাহ বাংলাদেশের একটি বিশ্বস্ত এবং নেতৃস্থানীয় ওমরাহ ট্রাভেল অ্যাজেন্সি। আপনি যদি মসজিদে নববীর দরজাগুলো পরিদর্শন এবং স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করার পরিকল্পনা করে থাকেন তবে ব্যতিক্রমী পরিষেবা পেতে আজই এই এজেন্সির সাথে যোগাযোগ করুন।
কল করুন: 01844-509199